Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রধান শর্ত হলো সঠিক পরিকল্পনা গ্রহণ করা। সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন সময়োপযোগী সঠিক পরিসংখ্যান। পরিসংখ্যান যত নির্ভুল হবে নীতি নির্ধারকদের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ তত সহজতর হবে। বাংলাদেশে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালে একক জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গঠন করা হয় এবং পরিসংখ্যান সংক্রান্ত সকল বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে ১৯৭৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ সৃষ্টি করা হয়। দেশের উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কর্মকান্ডের জন্য নির্ভরযোগ্য ও সাম্প্রতিক তথ্য সরবরাহ করা পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব। এছাড়া জাতীয় এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জনসাধারণের ব্যবহারের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের দায়িত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিতভাবে পালন করে আসছে। অন্যদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ জাতীয় পরিসংখ্যান বিষয়ক সকল নীতি নির্ধারণ করে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নীতিমালা বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

এক নজরে

“জনকল্যাণে পরিসংখ্যান”

জেলা পরিসংখ্যান কার্যালয়, নেত্রকোনা।

 

 

 

ক্রমিক নং

জেলার নাম

আয়তন (বর্গ কি.মি)

মোট জনসংখ্যা

জনসংখ্যা বৃদ্ধির হার

জনসংখ্যার ঘনত্ব

শিক্ষার হার

উপজেলার সংখ্যা

ইউনিয়নের সংখ্যা

মৌজার সংখ্যা

গ্রামের সংখ্যা

নেত্রকোনা

২৭৯৪.২৮

২৩১৭১৯১

১.১৩

৭৯৮

৩৯.৪

১০

৮৬

১৫৭১

২২৮২

 

Source: Population and Housing Census 2011, Community Reports:  Netrokona.

 

             নেত্রকোনা জেলার  অশোধিত জন্মহার (CBR), মোট উর্বরতা হার (TFR), সাধারণ উর্বরতা হার (GFR), অশোধিত মৃত্যু হার (CDR), শিশু মৃত্যু হার (IMR), পাঁচ বছরের নিচে মৃত্যু হার (U5MR), জন্ম নিরোধক ব্যবহার হার (CPR), অশোধীত প্রতিবন্ধীতা (Crude Disability), প্রথম বিবাহের গড় হার (Mean age at first marriage), নিম্নে উল্লেখ করা হলো।

  

জেলা

CBR

TFR

GFR

CDR

IMR

U5MR

CPR

Crude

Disability

Mean age at

first marriage

নেত্রকোণা

১৬.৬

২.০

৬৫.৫

৫.৬

২৯.৭

৩৮.১

৬৮.২

৯.৪

২৫.৯

১৮.৯

 

Source : Report on Bangladesh Sample vital Statistics -2017