Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent Activities

 

  • নেত্রকোনা জেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় খানা তথ্যভান্ডার শুমারি নামে গত ১৪ই জানুয়ারি, ২০১৮ খ্রি: হতে ০২ ফেব্রুয়ারি, ২০১৮ খ্রি: পর্যন্ত সময়ে জেলার সকল খানার আর্থ সামাজিক অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় যা ডাটাবেইজ আকারে প্রকাশের প্রক্রিয়াধীন।
  • অত্র জেলায় ২১(একুশ) টি MSVSB(Monitoring the situation of vital statistics of Bangladesh) PSU(Primary sampling unit) এর মাধ্যমে খানা ভিত্তিক তথ্য সংগ্রহের দ্বারা জাতীয়ভাবে জন্মহার, মৃত্যুহার, প্রজনন হার ইত্যাদি তথ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
  • অত্র জেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক National hygine survey অনুষ্ঠিত হয় যা পয়:নিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিষয়ক উপাত্ত নির্ধারণে অনুষ্ঠিত হয়।
  • অত্র জেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক গত এপ্রিল-মে/২০১৮ মাসে কৃষি ও পল্লী পরিসংখ্যান নামক একটি জরিপ পরিচালিত হয় যার মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
  • অত্র জেলায় সম্প্রতি অর্থনৈতিক শুমারি ২০১৩ এর আওতায় Pilot business register প্রণয়নের নিমিত্ত একটি জরিপ পারচালিত হয়।
  • খানার আয় ব্যায় জরিপ(HIES)-2016 নামে অত্র জেলায় বছরব্যাপী একটি জরিপ পরিচালিত হয় যার প্রাথমিক রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে।
  • এসডিজি এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন সূচক পরিবীক্ষণের জন্য বিভিন্ন সময়ে শুমারি ও জরিপ পরিচালনায় জেলা পরিসংখ্যান কার্যালয়, নেত্রকোনা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সার্বিক সহযোগীতা করে যাচ্ছে।
  • অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে আদমশুমারি ২০২১ এর মাস্টারপ্লান চূড়ান্তকরনে অত্র জেলা কার্যালয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও
  • অত্র জেলায় কৃষি(শস্য,মৎস্য ও প্রাণি সম্পদ) শুমারি ২০১৮ এর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এবং
  • Multiple indicator cluster survey(MICS) এর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।