দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রধান শর্ত হলো সঠিক পরিকল্পনা গ্রহণ করা। সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন সময়োপযোগী সঠিক পরিসংখ্যান। পরিসংখ্যান যত নির্ভুল হবে নীতি নির্ধারকদের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ তত সহজতর হবে। বাংলাদেশে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালে একক জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গঠন করা হয় এবং পরিসংখ্যান সংক্রান্ত সকল বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে ১৯৭৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ সৃষ্টি করা হয়। দেশের উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কর্মকান্ডের জন্য নির্ভরযোগ্য ও সাম্প্রতিক তথ্য সরবরাহ করা পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব। এছাড়া জাতীয় এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জনসাধারণের ব্যবহারের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের দায়িত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিতভাবে পালন করে আসছে। অন্যদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ জাতীয় পরিসংখ্যান বিষয়ক সকল নীতি নির্ধারণ করে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নীতিমালা বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।
এক নজরে
“জনকল্যাণে পরিসংখ্যান”
জেলা পরিসংখ্যান কার্যালয়, নেত্রকোণা।
এক নজরে নেত্রকোণা জেলা (২০২২ সালের জনশুমারী অনুযায়ী) |
|
জনসংখ্যা |
: ২৩,২৪,৮৫৩ |
পুরুষ- ১১,৩৯,৬৩৮ |
|
মহিলা- ১১,৮৫,০২৭ |
|
শহরভিত্তিক জনসংখ্যা গ্রামভিত্তিক জনসংখ্যা |
: ৩,৬০,২৯৩ : ১৯,৬৪,৫৬০ |
বার্ষিক জন্মহার |
: ০.৩৭% |
আয়তন |
: ২,৭৯৪.২৮ বর্গ কিলো: |
জনসংখ্যার ঘনত্ব |
: ৮৪৭ বর্গ কিলো: |
স্বাক্ষরতার হার |
: ৬৬.২৫% |
পুরুষ- ৬৭.৪১% |
|
মহিলা- ৬৫.১৫% |
|
উপজেলা |
: ১০ টি ▫আটপাড়া ▫বারহাট্টা ▫দূর্গাপুর ▫কলমাকান্দা ▫ কেন্দুয়া ▫মদন ▫খালিয়াজুরী ▫ মোহনগঞ্জ ▫পূর্বধলা ▫ নেত্রকোণা সদর |
ইউনিয়ন |
: ৮৬ টি |
মৌজা |
: ১,৫৯৩ টি |
গ্রাম |
: ২,৩০৭ টি |
পৌরসভা |
: ৫ টি |
সীমান্তবর্তী উপজেলা |
▫ দূর্গাপুর ▫ কলমাকান্দা |
উল্লেখযোগ্য নদী |
▫ কংশ ▫ মগড়া ▫ সোমেশ্বরী ▫ ধনু |
দর্শনীয় স্থান
|
□ বিজয়পুর (দূর্গাপুর) চীনামাটির পাহাড় □ বিরিশিরি (দূর্গাপুর) কালচারাল একাডেমি □ রানিখং মিশন (দূর্গাপুর) □ লেংঙ্গুরা (কলমাকান্দা) সাত শহীদের □মদনপুর (নেত্রকোণা সদর) শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ:) এঁর মাজার □ রোয়াইবাড়ি দূর্গ (কেন্দুয়া) □ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিভিন্ন হাওর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস